Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / গর্ভে সাত মাসের সন্তান থাকা সত্ত্বেও ১০ কিলোমিটার দৌড়! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গর্ভে সাত মাসের সন্তান থাকা সত্ত্বেও ১০ কিলোমিটার দৌড়!

October 18, 2025 11:47:03 AM   আন্তর্জাতিক ডেস্ক
গর্ভে সাত মাসের সন্তান থাকা সত্ত্বেও ১০ কিলোমিটার দৌড়!

গর্ভে সাত মাসের সন্তান নিয়েও ১০ কিলোমিটার দৌড়ে এক অবিশ্বাস্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৩১ বছর বয়সী ভেনেজুয়েলান অ্যাথলেট হোসেলিন ব্রেয়া। রাজধানী কারাকাসে অনুষ্ঠিত “কারাকাস রক” দৌড় প্রতিযোগিতায় তিনি মাত্র ৪০ মিনিট ৩১ সেকেন্ডে পুরো পথ অতিক্রম করেন। প্রতি কিলোমিটারে গড়ে তার গতি ছিল ৪ মিনিট ৩ সেকেন্ড।

দৌড়টি শুরু হয়েছিল প্রাদোস দেল এস্তে মহাসড়ক থেকে এবং শেষ হয় আভেনিদা লাস মার্সিডিজ এলাকায়। গর্ভাবস্থার শেষ পর্যায়ে থেকেও এমন চ্যালেঞ্জ গ্রহণ করায় হোসেলিনকে দৌড় শেষে সহ–অ্যাথলেট ও দর্শকরা অভিনন্দনে ভাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি লিখেছেন, “মূলত মজা করার জন্যই দৌড়েছিলাম। কারাকাস রক আমার প্রিয় প্রতিযোগিতাগুলোর একটি। আমার বোনও অংশ নিয়েছিল, তাই আমি ধীরে ও সচেতনভাবে দৌড়াতে চেয়েছিলাম। এত মানুষের ভালোবাসা পাব, ভাবতেই পারিনি।”

নারী বিভাগে হোসেলিন ১২তম স্থান অর্জন করেন। যদিও তিনি পদক পাননি, তবে তার পরিবারের জন্য দিনটি বিশেষ হয়ে ওঠে—কারণ তার ছোট বোন এদিমার ব্রেয়া ওই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন। এদিমার পুরো পথ শেষ করেন মাত্র ৩৪ মিনিট ৩ সেকেন্ডে।

অ্যাথলেট হিসেবে হোসেলিনের অর্জনও উল্লেখযোগ্য। তার সেরা ১০ কিলোমিটার টাইমিং ৩২ মিনিট ৫ সেকেন্ড, আর ২০২৩ সালে ৫ কিলোমিটার দৌড় শেষ করতে সময় লেগেছিল ১৪ মিনিট ৩৬.৫৯ সেকেন্ড—যা স্পেনের জাতীয় রেকর্ড ভেঙেছিল, যদিও তা আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

গর্ভাবস্থায়ও ফিটনেস ও মানসিক দৃঢ়তার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন হোসেলিন ব্রেয়া। তার এই সাহসী অংশগ্রহণ এখন বিশ্বজুড়ে নারী অ্যাথলেটদের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।