Date: October 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / গুগল ম্যাপের নির্দেশনা মেনে খালে পড়লেন পর্যটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গুগল ম্যাপের নির্দেশনা মেনে খালে পড়লেন পর্যটক

October 15, 2025 08:20:22 PM   আন্তর্জাতিক ডেস্ক
গুগল ম্যাপের নির্দেশনা মেনে খালে পড়লেন পর্যটক

ভেনিসে প্রযুক্তিনির্ভর ভ্রমণের মজার এক দুর্ঘটনা এখন ভাইরাল। গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে খালে পড়ে গেছেন এক পোলিশ পর্যটক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণী ভিক্টোরিয়া গুজেন্ডা মুঠোফোনে চোখ রেখে সিঁড়ি বেয়ে নামছিলেন। ঠিক সেই সময় ভারসাম্য হারিয়ে সোজা খালের পানিতে পড়ে যান তিনি। ভিডিওর উপরে লেখা ছিল—“আপনি আছেন ভেনিসে, কিন্তু গুগল ম্যাপ বলে আগে বাড়ো।”

ঘটনাটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া ভিন্ন রকম। কেউ দেখছেন এটি হাস্যরসের দৃষ্টিতে, আবার কেউ বলছেন এটি প্রযুক্তির ওপর অন্ধ নির্ভরতার সতর্ক সংকেত। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “গুগল ম্যাপ অনুসরণ করার আগে চারপাশে একবার তাকানো উচিত।” আবার কেউ বলেছেন, তরুণী সম্ভবত ছবি তুলতে গিয়েই ভারসাম্য হারিয়েছেন।

ভেনিসের স্থানীয় ভ্রমণ সংস্থাগুলো বরাবরই সতর্ক করে আসছে গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা নিয়ে। শহরটি খাল, সরু গলি ও জটিল রাস্তার জালের মতো গঠিত হওয়ায় অনেক সময় মানচিত্রে সঠিক পথ পরিষ্কার বোঝা যায় না। ফলে পর্যটকরা প্রায়ই বিপাকে পড়েন।

ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, এমন দুর্ঘটনা এড়াতে ভেনিস ভ্রমণের সময় কেবল গুগল ম্যাপের ওপর নির্ভর না করে স্থানীয় গাইডের সহায়তা নেওয়া উচিত। পাশাপাশি কাগজের মানচিত্র বা শহরভিত্তিক বিশেষ নেভিগেশন অ্যাপ ব্যবহার করাও হতে পারে আরও নিরাপদ বিকল্প।