
আজ ১৪ অক্টোবর, মঙ্গলবার—বিশ্বব্যাপী পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস (World Standards Day)। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মান নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য—“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব নির্মাণে মান”। এই প্রতিপাদ্যই স্মরণ করিয়ে দেয়, টেকসই উন্নয়ন অর্জনে মান বা স্ট্যান্ডার্ডের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
বিশ্ব মান দিবস-২০২৫ এ এসডিজি গোল-১৭: “অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব”-কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো—উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থ, প্রযুক্তি, বাণিজ্য, সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সমন্বয়সহ পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।
বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ে আলোচনা সভা আয়োজন, জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে তথ্যবহুল এসএমএস প্রেরণ। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড টানানো হয়েছে, যাতে মান সচেতনতার বার্তা সর্বস্তরে পৌঁছায়।
বিশ্ব মান দিবস আমাদের মনে করিয়ে দেয়—গুণগত মান শুধু উন্নয়নের ভিত্তিই নয়, এটি এক টেকসই ও সমন্বিত বিশ্বের ভবিষ্যৎ নির্মাণের পথপ্রদর্শকও।