Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / অবশেষে দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অবশেষে দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

October 18, 2025 07:55:19 PM   বিনোদন ডেস্ক
অবশেষে দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিয়েছেন হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে মৌখিকভাবে এ তালাক কার্যকর করেন তিনি। হিরো আলম জানিয়েছেন, ডিভোর্সের কাগজপত্র ইতোমধ্যেই তার উকিলের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। কোর্টের প্রক্রিয়া শেষে তিন মাসের মধ্যে রিয়া মনি আনুষ্ঠানিকভাবে তালাকের কাগজ পাবেন।

তালাকের ঘটনাটি সম্পর্কে হিরো আলম আরও বলেন, “আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা করবেন।”

এর আগে, শনিবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।”

এদিকে, স্ত্রীকে তালাক দেওয়ার পর নতুন করে বিয়ে করবেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও হিরো আলম তা নাকচ করেছেন। তিনি বলেন, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না।”

পূর্ববর্তী বিবাহগুলোর প্রসঙ্গে তিনি জানান, “আগে দুইটা বিবাহ করেছি। কিন্তু তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে চেয়েছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। মুখে বলেছিল আমার সন্তানের মা হবে, কিন্তু মনে ছিল খ্যাতি পাওয়ার লালসা। সেই কারণেই সংসারটা টেকেনি।”

সব মিলিয়ে, হিরো আলমের এই তালাকের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।