Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / রাগের মাথায় বলেছিলাম ডিভোর্স, আসলে হয়নি: মাহিয়া মাহি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাগের মাথায় বলেছিলাম ডিভোর্স, আসলে হয়নি: মাহিয়া মাহি

October 18, 2025 06:45:39 PM   বিনোদন ডেস্ক
রাগের মাথায় বলেছিলাম ডিভোর্স, আসলে হয়নি: মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ফের আলোচনায়। প্রায় দেড় বছর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। সে সময় গণমাধ্যমে মাহি বলেছিলেন, “চেষ্টা করেছিলাম, হয়নি, তাই আলাদা হয়ে গেছি।” এরপর দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি এই তারকা দম্পতিকে।

তবে সম্প্রতি মাহির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি রাকিব সরকার ও তাদের সন্তান ফারিশকে নিয়ে রয়েছেন। ছবিটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়—তাহলে কি আবার এক হয়েছেন তারা?

এ নিয়ে মুখ খুলেছেন মাহি নিজেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম, আসলে আমাদের বিচ্ছেদ হয়নি। আমরা এখনো নিয়মিত যোগাযোগ রাখছি।” মাহির ভাষায়, ছবিটি ভারতের এক সফরে তোলা হয়েছিল, তবে তখন প্রকাশ করা হয়নি। পরবর্তীতে উইকিপিডিয়ায় তাদের বিবাহবিচ্ছেদ লেখা দেখে ভুল ধারণা দূর করতে ছবিটি পোস্ট করেন তিনি। মাহি আরও জানান, তাদের পাসপোর্টেও এখনো ‘ম্যারিড’ লেখা আছে, স্বামীর নাম রাকিব সরকারই রয়ে গেছে।

এর আগে ২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। পাঁচ বছর পর সেই সংসারের ইতি টানেন তিনি। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। দেড় বছর আগে মাহি জানালেও যে রাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে, এখন বলছেন—“ওটা ছিল রাগের বহিঃপ্রকাশ মাত্র।”

রাকিব সম্পর্কে মাহি বলেন, “রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমাদের প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট। তবে ও ফারিশের ব্যাপারে খুব কেয়ারিং বাবা। আমাদের সম্পর্ক না থাকলেও, সন্তানের বিষয় নিয়ে নিয়মিত কথা হয়।”

বর্তমানে মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, আর রাকিব সরকার কোথায় আছেন তা স্পষ্ট নয়। জানা গেছে, দুজনই নিজেদের পেশাগত কাজে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে মাহি এখন কাজ করছেন নতুন চলচ্চিত্র ‘অন্তর্যামী’ নিয়ে। এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, পরিচালনা করছেন সৈকত নাসির। ছবির শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন মাহি এবং নয় বছর বয়সী এক শিশুশিল্পী মাবশু, যিনি ‘অন্তর্যামী’ চরিত্রে অভিনয় করবেন বিশেষ ভূমিকায়।