
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, যার ফলে পুরো এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে। আগুনের তীব্রতা কমে না আসায় সর্বাধুনিক প্রযুক্তির সহায়তা নিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র, যা উচ্চ তাপমাত্রা ও ঝুঁকিপূর্ণ এলাকায় সরাসরি প্রবেশ করে আগুন নেভাতে সক্ষম।
আগুন নেভানোর প্রচেষ্টায় ইতিমধ্যে ১৫ জন আনসার সদস্য এবং সাতজন ফায়ার সার্ভিস সদস্য আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঢাকামুখী আটটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে, এবং পরবর্তী আপডেট পরে জানানো হবে।