Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / শাহজালালের আগুন নিয়ন্ত্রণে আসছে: বেবিচক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে আসছে: বেবিচক

October 18, 2025 06:19:15 PM   দেশেরপত্র ডেস্ক
শাহজালালের আগুন নিয়ন্ত্রণে আসছে: বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ সফলভাবে এগোচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

তবে বেবিচকের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সে সময় ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, আগুন যাতে মূল কার্যক্রমে প্রভাব না ফেলে, সে জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ রয়েছে, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ইউনিট যুক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৩৬টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে কাজ করছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে।