
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি হলো নোবেল পুরস্কার। প্রতিবছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান এবং অর্থনীতি—এই ছয়টি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, আর সেই সঙ্গে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে পুরস্কারের অর্থমূল্য।
চলতি বছরে নোবেল পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (SEK)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ১৯ লাখ টাকা—এক ক্রোনা সমান ১২.৯০ টাকা হিসেবে ধরা হলে এই হিসাব দাঁড়ায়।
প্রতিটি নোবেল বিজয়ী তিনটি উপহার পান—একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র (সনদ) এবং নির্ধারিত অর্থ পুরস্কার। পদকটি ১৮ ক্যারেট সবুজ সোনায় তৈরি, যার ওপর ২৪ ক্যারেট খাঁটি সোনার প্রলেপ দেওয়া থাকে।
যদি কোনো বিভাগে একাধিক ব্যক্তি নোবেল পান, তবে এই অর্থ পুরস্কার তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, অনেক নোবেল বিজয়ী তাদের প্রাপ্ত অর্থ মানবকল্যাণে বা দাতব্য কাজে দান করে থাকেন—যা নোবেল পুরস্কারের মূল আদর্শ, অর্থাৎ মানবতার সেবা ও জ্ঞানের বিস্তারের প্রতীক, আরও উজ্জ্বল করে তোলে।