Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ভারতের চরম ব্যাটিং বিপর্যয়, বিশাল ব্যবধানে পরাজয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতের চরম ব্যাটিং বিপর্যয়, বিশাল ব্যবধানে পরাজয়

October 19, 2025 09:44:13 PM   ক্রীড়া ডেস্ক
ভারতের চরম ব্যাটিং বিপর্যয়, বিশাল ব্যবধানে পরাজয়

এশিয়া কাপে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতেছিল ভারত। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা অস্ট্রেলিয়া সফরে। পার্থে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধরা খেয়েছে রোহিত শর্মার দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে ভারত। দলীয় স্কোর যখন মাত্র ৪৫ রান, তখনই সাজঘরে ফেরেন প্রথম সারির চার ব্যাটসম্যান—রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার। অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্থিতি দেওয়ার চেষ্টা করলেও তা বেশিক্ষণ টেকেনি। পরপর আউট হন ওয়াশিংটন সুন্দর, হারশিত রানা ও আর্শদীপ সিং।

দীর্ঘদিন পর দলে ফেরা রোহিত শর্মা করেন মাত্র ৮ রান, আর বিরাট কোহলি ফেরেন শূন্য হাতে। শেষ পর্যন্ত ২৬ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ভারত থামে ১৩৬ রানে।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ১৩১ রান। জবাবে ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে স্বাগতিকরা। ওপেনার মিচেল মার্শ ৪৬ ও জশ ফিলিপ ৩৭ রান করে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান। মাত্র ২১.১ ওভারেই ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ম্যাচে অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মিচেল মার্শ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে।