
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম হোসেন (৪৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও চারজন আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর-সালথা সড়কের ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিম কাগদি গ্রামের বাসিন্দা এবং যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছিলেন। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক ইব্রাহিম হোসেন তার স্কুলের দুই শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলে করে একটি স্কাউট প্রোগ্রামে যোগ দিতে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে ফুকরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষক ইব্রাহিমসহ পাঁচজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপর মোটরসাইকেলে থাকা গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ইব্রাহিম হোসেন একজন ক্রীড়া শিক্ষক হিসেবে ও বিভিন্ন ম্যাচ পরিচালনার জন্য পুরো উপজেলায় পরিচিত ছিলেন। তার মৃত্যুতে যোগারদিয়া উচ্চ বিদ্যালয়সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনায় একজন শিক্ষক নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"