
ঢাকার দোহার উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জেলেকে ১৫ দিন করে এবং অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
অভিযানকালে জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন সুলতানা মুন্নি বলেন, "ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। মা ইলিশ রক্ষায় দোহারের প্রায় ৩২ কিলোমিটার নদী এলাকায় আমাদের অভিযান চলমান থাকবে।"