
জুলাই জাতীয় সনদ সইয়ের দিন শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য হওয়ার ঘটনাকে ‘জাতির জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় রাজধানীর মিরপুর-১০ এলাকার সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতে ইসলামীর মতো এত নিপীড়ন-নির্যাতনের শিকার আর কোনো দল হয়নি। তাই জুলাই আন্দোলনের মজলুমদের যন্ত্রণা ও ত্যাগ জামায়াত সবচেয়ে গভীরভাবে অনুভব করে।
তিনি আরও জানান, জুলাই আন্দোলনের পর থেকে জামায়াত কখনো প্রতিশোধের রাজনীতি করেনি। বরং শান্তিপূর্ণ ও ন্যায়ের পথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে দলটি।
জামায়াত আমিরের মতে, শহীদ পরিবারগুলোর রাস্তায় নামতে হওয়া শুধু সরকারের অদক্ষতা নয়, বরং এটি জাতির বিবেকের জন্যও এক গভীর আঘাত।