Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আজ থেকে রাষ্ট্রীয়ভাবে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ থেকে রাষ্ট্রীয়ভাবে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

October 17, 2025 12:49:09 PM   দেশেরপত্র ডেস্ক
আজ থেকে রাষ্ট্রীয়ভাবে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

রাষ্ট্রীয়ভাবে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে আজ (১৭ অক্টোবর) থেকে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এই বছরই প্রথমবার রাষ্ট্রীয়ভাবে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উৎসব আয়োজন করেছে লালন একাডেমি, সহযোগিতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসন। এটি ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। লালন শাহের মৃত্যুর পর তার অনুসারীরা প্রথমে স্থানীয়ভাবে স্মরণোৎসব পালন করতেন। পরে লালন একাডেমি ও জেলা প্রশাসন যৌথভাবে এই উৎসবকে জাতীয় পর্যায়ে নিয়ে আসে। বর্তমানে এটি সুধু আধ্যাত্মিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে একটি বিশাল জাতীয় লালন স্মরণোৎসবে পরিণত হয়েছে। দেশি-বিদেশি লালন ভক্ত ও অনুসারীরা ইতোমধ্যে আখড়াবাড়িতে উপস্থিত হয়ে উৎসব উদযাপন শুরু করেছেন।

লালন মাজারের খাদেম রিপন শাহ জানিয়েছেন, এবার রাষ্ট্রীয়ভাবে আয়োজন হওয়ায় ভক্তরা আনন্দিত। আখড়াবাড়িতে তারা লালনের অহিংস, জাতপাতহীন মানবমুক্তির বাণী প্রচার করছেন। রাজশাহীর সুফিয়া বলেন, তিনি ছয় দিন আগে থেকেই এখানে পৌঁছেছেন এবং প্রতিটি কার্তিক মাসে লালনের ভবের হাটে আসার জন্য খুবই আগ্রহী থাকেন। চুয়াডাঙ্গার শান্ত শাহ ফকিরও জানিয়েছেন, লালনের আধ্যাত্মিক ভাবধারায় আসতে পারায় তিনি কৃতজ্ঞ এবং জীবনের বাকি সময় এই পথেই কাটাতে চান।

প্রতি রাতে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে লালন দর্শন ও লালনের বাণী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি লালন একাডেমির মাঠে বাউল মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশ-বিদেশ থেকে আগত লালন ভক্ত ও পর্যটকদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ করেছে লালন একাডেমি। জাতীয়ভাবে আয়োজন হওয়ায় এবার ভক্তদের উপস্থিতি আরও বেশি প্রত্যাশিত।

পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, উৎসব বা লালন মাজারকে কেন্দ্র করে কোনো শঙ্কার বিষয় নেই এবং বিশেষভাবে বিদেশি দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, উৎসব নির্বিঘ্নে চলতে ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসব ১৯ অক্টোবর রোববার শেষ হবে।