Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / সাকিবের নেতৃত্বে সেমিফাইনালে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাকিবের নেতৃত্বে সেমিফাইনালে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স

October 13, 2025 07:36:03 PM   ক্রীড়া ডেস্ক
সাকিবের নেতৃত্বে সেমিফাইনালে মন্ট্রিয়াল রয়েল টাইগার্স

কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে টিকে থাকতে জয় ছিল বাধ্যতামূলক। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত দলীয় পারফরম্যান্সে ব্র্যাম্পটন ব্লিটজকে ৪৩ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন মন্ট্রিয়াল রয়েল টাইগার্স।

রবিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মন্ট্রিয়াল টাইগার্স নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩০ রান। ওপেনার জশ ব্রাউন ও দিলপ্রিত বাজওয়া ঝোড়ো সূচনা এনে দেন দলে—মাত্র ২২ বলেই গড়েন ৬১ রানের জুটি। বাজওয়া খেলেন ইনিংসের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স—মাত্র ১৮ বলে ৫৭ রান, যা দলকে শক্ত ভিত দেয়। অন্যদিকে ব্রাউন করেন ১৯ রান।

তিন নম্বরে নেমে সাকিব আল হাসানও দ্রুত রান তোলার ইঙ্গিত দেন। গ্রিভসের পরপর দুই বলে দুটি চমৎকার বাউন্ডারি হাঁকিয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করলেও বড় ইনিংস গড়তে পারেননি তিনি—মাত্র ৭ বলে ১১ রান করে ফেরেন সাজঘরে। মধ্য ওভারে রায়ান হিগিনস ও টম মুরসের ব্যর্থতার পরও ইনিংসের শেষ দিকে শ্রেয়াস মোভভার ঝোড়ো ব্যাটিং দলকে টেনে নেয় আরও এগিয়ে। তিনি ১২ বলে অপরাজিত ২২ রান করেন, যা শেষ পর্যন্ত দলকে ১৩০ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্র্যাম্পটন ব্লিটজ। মন্ট্রিয়াল টাইগার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। মার্টিন গাপটিল, উইল স্মিড ও জেমস ভিন্স কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দলের পক্ষে অধিনায়ক ডেভিড ভিসা সর্বোচ্চ ২৩ রান করলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি।

মন্ট্রিয়ালের বোলিং আক্রমণে ব্র্যাড কারি, অ্যান্ড্রু টাই এবং ইসুরু উদানা ছিলেন ছন্দে। তাদের ধারাবাহিক আক্রমণে ব্লিটজ থেমে যায় ৮৭ রানে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ম্যাচে সাকিব আল হাসান বল হাতে মাঠে নামেননি, বরং কৌশলগত নেতৃত্ব দিয়েই দলকে সাফল্যের পথে নিয়ে যান।

শেষ পর্যন্ত ৪৩ রানের জয়ে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় মন্ট্রিয়াল রয়েল টাইগার্স। সাকিবের নেতৃত্বে দলটি এখন দারুণ ফর্মে আছে, এবং আগামীকাল শেষ চারের লড়াইয়ে নামছে তারা—লক্ষ্য এবার ফাইনাল ও শিরোপা জয়।