
লিওনেল মেসির জাদুতে আবারও ঝলমল করল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি। আর এই ম্যাচেই ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি।
প্রায় এক বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। গত বছরের ১৯ অক্টোবর করেছিলেন শেষ হ্যাটট্রিক, এবারও একই দিনে (১৯ অক্টোবর) আবারো তিন গোল করে ইতিহাস ছুঁলেন মেসি। শুধু তাই নয়, ম্যাচে তিন গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি, ফলে তার নৈপুণ্যে দল পেয়ে যায় দারুণ জয়।
বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হওয়া ম্যাচে ৩৪ মিনিটে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন মেসি। তবে বিরতির আগেই ন্যাশভিল সমতায় ফেরে এবং যোগ করা সময়ে লিড নেয়। দ্বিতীয়ার্ধে ফিরে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে সমতা আনেন মেসি। এরপর রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মায়ামি। ৮১ মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ইনজুরি টাইমে সেগোভিয়ার গোল ম্যাচের ফল নির্ধারণ করে ৫-২ ব্যবধানে।
এ মৌসুমে মেসির অবদান চোখে পড়ার মতো—তিনি এখন পর্যন্ত ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে মোট ৪৮ গোল-অংশীদারিত্বে পৌঁছেছেন, যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এক ধাপ উপরে রয়েছেন কার্লোস ভেলা, যার রেকর্ড ৪৯টি।
মৌসুম শেষে ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারে ৬৫ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার মায়ামি। এতে ইস্টার্ন কনফারেন্সের তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্টে দ্বিতীয় সিনসিনাটির পরেই অবস্থান মায়ামির, আর শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৬৬ পয়েন্ট নিয়ে।
আসন্ন প্লে-অফের প্রথম রাউন্ডেই আবারও ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফলে মেসির সামনে সুযোগ থাকছে তার দুর্দান্ত ছন্দ বজায় রেখে দলকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার।