Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / আর্জেন্টিনা ও বাংলাদেশের র‌্যাঙ্কিং বৃদ্ধি, ব্রাজিলের পতন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আর্জেন্টিনা ও বাংলাদেশের র‌্যাঙ্কিং বৃদ্ধি, ব্রাজিলের পতন

October 18, 2025 04:08:18 PM   ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা ও বাংলাদেশের র‌্যাঙ্কিং বৃদ্ধি, ব্রাজিলের পতন

চলতি মাসে বাংলাদেশ ফুটবল দল হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলেছে। ঘরের মাঠে প্রথম ম্যাচে বাংলাদেশ হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরে গেলেও, অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। শক্তিশালী দলের বিপক্ষে এই পারফরম্যান্স বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে।

অক্টোবরের হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ এক ধাপ উন্নতি করে ১৮৩ নম্বরে উঠে এসেছে। বাংলাদেশের এই অগ্রগতি মূলত ব্রুনেই দারুসসালামের র‌্যাঙ্কিংয়ে পতনের কারণে সম্ভব হয়েছে। ব্রুনেই দুই ধাপ নিচে নেমেছে, ফলে বাংলাদেশ তার অবস্থান উন্নত করতে পেরেছে।

বাংলাদেশের বিপক্ষে এক জয় ও এক ড্রয়ের পরও হংকং দুই ধাপ নেমে গেছে। অর্থাৎ, হংকংয়ের পারফরম্যান্স কমলেও বাংলাদেশের র‌্যাঙ্কিংতে উন্নতি হয়েছে।

চলতি মাসে আর্জেন্টিনাও দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে। তারা ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে। এর ফলে আর্জেন্টিনা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

শীর্ষস্থান এখনও ধরে রেখেছে স্পেন। তবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমেছে।

অবনতি হয়েছে আরেক ফুটবল পরাশক্তি ব্রাজিলেরও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে। অন্যদিকে নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে। এছাড়া ইতালি ও জার্মানি তাদের অবস্থান উন্নত করেছে; ইতালি ও জার্মানি যথাক্রমে নবম ও দশম স্থানে রয়েছে।