Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

October 18, 2025 03:38:10 PM   দেশেরপত্র ডেস্ক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আগুনের ঘটনা ঘটেছে। আগুন লেগেছে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে, যেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম নিশ্চিত করেছেন যে, আগুন লাগার ঘটনা দুপুরের দিকে ঘটে। এ ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন।

এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।