
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ আবারও রাস্তায় নেমেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে রওনা দিলে, তাদের অগ্রযাত্রা বাধা দেয় পুলিশ। জাতীয় গ্রন্থাগারের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। তবে ব্যারিকেড ভেঙে শিক্ষকরা শাহবাগ মোড়ে পৌঁছে অবস্থান নেন, ফলে ওই এলাকার সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দুপুর ২টা ৩ মিনিটের দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন তারা। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড। পুরো আন্দোলন ঘিরে স্লোগানে মুখর ছিল শাহবাগ এলাকা।
এই কর্মসূচি ছিল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ঘোষিত ‘শাহবাগ ব্লকেড’-এর অংশ। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তিনি দেশজুড়ে শিক্ষক–কর্মচারীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিজয় আমাদের সুনিশ্চিত।”
এর আগে সোমবার শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকরা জানিয়ে দেন, সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করবেন। গত রোববার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে। ওই ঘটনার পর থেকেই সারাদেশে শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।
বর্তমানে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে শিক্ষকরা জানিয়ে দিয়েছেন—তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।