
লিওনেল মেসিকে শনিবার হার্ড রক স্টেডিয়ামের ভিআইপি বক্সে দেখা গিয়েছিল, পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন তিনি। তবে একদিনের ব্যবধানে, রোববার (১২ অক্টোবর) মেসিকে মাঠে দেখা গেলো, এবার ইন্টার মায়ামির জার্সিতে। এবং মাঠে নামার সঙ্গে সঙ্গেই তিনি জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিলেন।
মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামি আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারায়। মায়ামির চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু থেকেই দাপট দেখায় মেসি ও সুয়ারেজরা। ৬০ শতাংশ বল দখলে রেখে তারা ২০টি শট নিয়েছিল, যার মধ্যে ১০টি লক্ষ্যভেদে যায়। বিপরীতে, আটলান্টা ১০টি শট করেও কোনো গোল করতে পারেনি।
ম্যাচের প্রথম গোলটি আসে মেসির পা থেকে। ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের কাছ থেকে পাস পেয়ে বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন মেসি। ১-০ লিড নিয়েই প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে মায়ামির দাপট আরও বেড়ে যায়। ৫২ মিনিটে জর্দি আলবা ব্যবধান দ্বিগুণ করেন। চলতি মৌসুমে এটি স্প্যানিশ তারকার ষষ্ঠ গোল। ৬১ মিনিটে লুইস সুয়ারেজ বক্সের বাইরে থেকে ভাসানো শট নিয়ে জালে গোল করেন, ব্যবধান হয় ৩-০। ম্যাচের ৮৭ মিনিটে আলবার সহায়তায় মেসি নিজের দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে সামান্য এগিয়ে থেকে বক্সের মাথায় বুক দিয়ে বল রিসিভ করে বাঁ পায়ের চমৎকার শটে গোল করেন তিনি। এভাবে ইন্টার মায়ামি ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে মেসি MLS-এর চলতি মৌসুমে ২৬ গোলের সঙ্গে পৌঁছেছেন। এর ফলে তিনি ২০২৩ সালের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে যান। এই মৌসুমে মেসির অবদান ৪৪ গোলে পৌঁছেছে, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ।
এই জয়ের মাধ্যমে ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে MLS ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিনসিনাতি, আর শীর্ষে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন।