
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক ও ফারহান এই সময় মক্কা নগরীতে ওমরাহ পালন করছেন। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও তারা নিজেদের জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র এই স্থানে পৌঁছেছেন। মুশফিক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা শেয়ার করেছেন, যেখানে তিনি ইহরামের সাদা পোশাক পরে কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি জানান, জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে আসা তার জন্য এক বিশাল সৌভাগ্যের ব্যাপার। তিনি কালো পাথরে চুমু দিতে পারাকে আল্লাহর অশেষ রহমত হিসেবে উল্লেখ করেছেন এবং সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক কামনা করেছেন।
এছাড়া মক্কায় তাদের আরও একটি মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুশফিক ও ফারহান মক্কার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন এবং তাদের আবদার মিটিয়ে স্নেহভরে জড়িয়ে ধরছেন। এই আন্তরিক মুহূর্তটি দেখেই ভক্তরা উচ্ছ্বসিত হয়ে প্রশংসা ও শুভকামনা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, “খুব ভালো ছেলে, দোয়া করি দেশে এসে যেন দ্বীনের পথে চলেন।” কমেন্ট বক্সে তাদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা আসছে অবিরাম।
মুশফিক ও ফারহান চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন। দেশে ফিরে তারা নতুন নাটকের শুটিং শুরু করবেন। প্রসঙ্গত, এই দুই অভিনেতা প্রায়শই সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত থাকেন। বিশেষ করে মুশফিক তার জন্মদিনে প্রায়শই এতিমখানায় যান, সেখানে এতিম শিশুদের সঙ্গে ছবি তোলেন, খাবার খেতে বসেন এবং খেলায় মেতে ওঠেন।