Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / শাকিবের সঙ্গে সিনেমার প্রস্তাব প্রথমে ভুয়া মনে হয়েছিল ইধিকার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শাকিবের সঙ্গে সিনেমার প্রস্তাব প্রথমে ভুয়া মনে হয়েছিল ইধিকার

October 18, 2025 11:11:01 AM   বিনোদন ডেস্ক
শাকিবের সঙ্গে সিনেমার প্রস্তাব প্রথমে ভুয়া মনে হয়েছিল ইধিকার

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিতে তাদের জুটি দর্শকের মন জয় করে নেয়। তবে শুরুর গল্পটা কিন্তু এমন ছিল না। সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা জানান, ছবির প্রস্তাব পেয়ে প্রথমে তিনি সেটিকে “ভুয়া” বা “ফেক কল” ভেবেছিলেন।

ইধিকার ভাষায়, “তখন আমি মাত্র সিনেমা করার কথা ভাবছিলাম। হঠাৎ করেই ‘প্রিয়তমা’-র অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার জনপ্রিয়তা বা স্টারডম সম্পর্কে তখন খুব একটা জানতাম না। তাই প্রথমে মনে হয়েছিল, কেউ হয়তো মজা করছে। পরে বুঝলাম, এটি সত্যিই একটি চলচ্চিত্রের প্রস্তাব। তারপর থেকে সবকিছুই যেন নতুন এক যাত্রার মতো শুরু হয়। বাংলাদেশে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।”

‘প্রিয়তমা’ মুক্তির পর থেকে ইধিকাকে ঘিরে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে তিনি স্পষ্টভাবে বলেন, “না, এগুলো একদমই গুজব। আমার সামনে অনেক কাজ, আমি এখন কেবল আমার ক্যারিয়ারে মন দিতে চাই।”

গসিপ, ট্রোল বা সমালোচনার বিষয়েও বেশ পরিপক্ব প্রতিক্রিয়া দেন ইধিকা। তিনি বলেন, “সাফল্যের সঙ্গে এসব বিষয় আসবেই। জীবনে সব সময় সবকিছু ভালো যাবে, এমনটা হয় না। তাই আমি এগুলোকে একেবারেই স্বাভাবিকভাবে দেখি। এগুলোর কোনো প্রভাব আমার ওপর পড়ে না। ভালো বা খারাপ—দুটো দিকই আমি ভারসাম্য রেখে দেখি। এখন আমার মনোযোগ কেবল কাজের দিকেই।”

সাক্ষাৎকারের শেষে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি হাসতে হাসতে জানান, “আমি এখন একদমই সিঙ্গেল!”

বাংলাদেশে কাজের অভিজ্ঞতা, জনপ্রিয়তা, এবং নতুন দিগন্তে নিজের অবস্থান—সব মিলিয়ে ইধিকা পালের জন্য ‘প্রিয়তমা’ ছিল এক বড় মোড়। আর সেই অভিজ্ঞতা আজও তার ক্যারিয়ারের অন্যতম প্রিয় অধ্যায়।