Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা, গোল করলেন জিওভানি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা, গোল করলেন জিওভানি

October 11, 2025 11:41:41 AM   ক্রীড়া ডেস্ক
ভেনেজুয়েলাকে হারিয়ে জয়ী আর্জেন্টিনা, গোল করলেন জিওভানি

আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে জয়ের ধারায় ফিরে এসেছে ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলের প্রীতি জয়ের মাধ্যমে। বাংলাদেশ সময় শনিবার (১১ অক্টোবর) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো।

 

এই ম্যাচে দলের প্রধান তারকা লিওনেল মেসি মাঠে ছিলেন না, তার বদলে গ্যালারিতে উপস্থিত ছিলেন, এবং ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ম্যাচের কয়েক ঘণ্টা আগে চোটের কারণে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতিতেও আর্জেন্টিনা আক্রমণভাগে কিছুটা সমস্যায় পড়লেও ভেনেজুয়েলাকে হেরে যাওয়া কঠিন হয়নি।

 

কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, এই ম্যাচে তিনি অনিয়মিত খেলোয়াড়দের বেশি সময় সুযোগ দেবেন। তাই তিনি শুরুর একাদশে নতুন খেলোয়াড়দের সুযোগ দেন। আর্জেন্টিনার জন্য ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি হয়। ষষ্ঠ মিনিটে লাউতারো মার্তিনেস প্রথম গোলের চেষ্টা করেন, কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষক জোসে কনত্রেরাস তা রুখে দেন। এরপর সাত মিনিট পর তার আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭ মিনিটে নিকো পাসের দূর থেকে নেওয়া জোরাল শটও কনত্রেরাস থামান।

 

৩১ মিনিটে ভেনেজুয়েলা একটি সুবর্ণ সুযোগ পায়, তবে আলেহান্দ্রো মার্কেস গোল করতে ব্যর্থ হন। মুহূর্তের মধ্যেই লো সেলসো পাল্টা আক্রমণে বল জালে পাঠান। লাউতারো মার্তিনেসের সঠিক পাসে ডি-বক্সে ফাঁকায় থেকে নিচু শটে গোলটি করেন রেয়াল বেতিস মিডফিল্ডার লো সেলসো। বিরতির ঠিক আগে লাউতারো মার্তিনেস আরও একটি সুযোগ নেন, কিন্তু গোলরক্ষক প্রতিহত করেন।

 

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বারবার আক্রমণ চালায়। ষষ্ঠ মিনিটে পাস দূর থেকে শট নেন, ১০ মিনিট পর হুলিয়ান আলভারেসের শটও গোলরক্ষক প্রতিহত করেন। পেনাল্টি স্পটের কাছ থেকে লাউতারো মার্তিনেসের শক্তিশালী শটও কনত্রেরাস রুখে দেন। ৭৪ মিনিটে ভেনেজুয়েলার দুর্ভাগ্যও আর্জেন্টিনার পক্ষে আসে, যখন কিনতেরোর শট ক্রসবারে লেগে যায় এবং সমতা ফেরানো যায় না।

 

ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনা আক্রমণে চাপ বাড়ালেও লাউতারো মার্তিনেসের একাধিক সুযোগ গোলরক্ষকের সেভে রুখে দেওয়া হয়। পরবর্তী প্রীতি ম্যাচে আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর।