
জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিস্ফোরক পোস্টে তার স্ত্রী অভিযোগ করেছেন, ত্বহা তার অতীতের এক পরিচিত নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়েছেন।
স্ত্রীর দাবি অনুযায়ী, ওই নারী বর্তমানে একটি আন্তর্জাতিক বিমান সংস্থায় এয়ার হোস্টেস হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করেন, ত্বহা আদনান নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছেন, ব্যক্তিগতভাবে দেখা করছেন এবং দীর্ঘ সময় ধরে চ্যাট ও ফোনে কথোপকথন চালিয়ে যাচ্ছেন।
ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই পোস্টে ত্বহার স্ত্রী লিখেছেন, “আপনাদের উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার ১৫ বছর আগের কলেজ জীবনের প্রিয়তমার সঙ্গে। তখন উস্তাদ তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু অর্থাভাবের কারণে সম্পর্কটি টেকেনি। এখন আবার তারা ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “তারা ঘন্টার পর ঘন্টা ত্বহার যিন্নুরাঈন সেন্টারে বসে ফোনে কথা বলেন, আবার সেখানেই সরাসরি সাক্ষাৎ করেন। কখনো লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনাও করেন। এই সেন্টারগুলোর আয়োজনে নারী-পুরুষের অবাধ মেলামেশা হয়, যদিও তিনি নিজেই প্রকাশ্যে কো-এডুকেশনের বিরোধিতা করেন।”
স্ত্রীর অভিযোগ, ত্বহা তার প্রতিষ্ঠানের ধর্মীয় কার্যক্রমের আড়ালে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন নারীদের সঙ্গে। “এইসব থেকে বিরত রাখতে চাইলে আমাকে দোষারোপ করা হয়েছে, সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে,” তিনি পোস্টে উল্লেখ করেন।
এছাড়া ত্বহার স্ত্রী দাবি করেন, এই এয়ার হোস্টেসের আগেও রংপুরের এক নারী আলেমার সঙ্গে ত্বহা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই নারী ত্বহার এক ওমরা প্রতিযোগিতার শিক্ষার্থী ছিলেন। ত্বহা নাকি তার পরিবারকেও বিয়ের প্রস্তাবের কথা জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এয়ার হোস্টেসের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন তিনি।
স্ত্রীর ভাষ্যমতে, “এমন সম্পর্কের তালিকা দীর্ঘ। দেখা যাক শেষ পর্যন্ত উস্তাদ কার হন।” তিনি আরও দাবি করেন, “দুই বছর ধরে নানা অজুহাতে আমাকে চাপে রাখা হয়েছে, ভয় দেখানো হয়েছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা গল্প রটানো হয়েছে।”
এ ঘটনায় ত্ব হা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক ছড়িয়ে পড়েছে। তার অনুসারী ও সমর্থকরা কেউ কেউ স্ত্রী’র অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, আবার কেউ কেউ বিষয়টির সত্যতা জানতে আহ্বান জানাচ্ছেন।
উল্লেখ্য, আবু ত্বহা মুহাম্মদ আদনান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা। ২০২১ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর হঠাৎ ফিরে এসে তিনি আরও বেশি পরিচিতি পান। এরপর থেকে নিয়মিত ধর্মীয় বক্তৃতা, অনলাইন ক্লাস ও বিভিন্ন সামাজিক বিষয়ে বক্তব্য দিয়ে তিনি বিশাল অনুসারী গড়ে তোলেন। বর্তমানে এই অভিযোগ তার জনপ্রিয়তা ও ভাবমূর্তিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।