Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / নেটদুনিয়ার নজর এখন রাশমিকার আঙুলের আংটিতে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেটদুনিয়ার নজর এখন রাশমিকার আঙুলের আংটিতে

October 12, 2025 03:26:42 PM   বিনোদন ডেস্ক
নেটদুনিয়ার নজর এখন রাশমিকার আঙুলের আংটিতে

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে আবারও সরগরম নেটদুনিয়া। সম্প্রতি অভিনেত্রী একটি রিল ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যেখানে তাকে দেখা যায় পোষা কুকুরের সঙ্গে মেতে থাকতে। তবে ভিডিওটির মূল আলোচ্য হয়ে ওঠে এক ভিন্ন বিষয়—রাশমিকার অনামিকার আঙুলে থাকা একটি ঝকঝকে আংটি।

নেটিজেনদের চোখে সেই আংটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই ধারণা করছেন, এটি রাশমিকার বাগদানের আংটি। কারণ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, অভিনেত্রী প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন। যদিও রাশমিকা বা বিজয়—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবু তাদের ঘনিষ্ঠতার নানা ইঙ্গিত বারবার মিলেছে সোশ্যাল মিডিয়ায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, রাশমিকার সেই আংটি দেখে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই মন্তব্য করেছেন, “অবশেষে প্রমাণ মিলল”, কেউ আবার লিখেছেন, “ভালোবাসার চিহ্নটা চোখ এড়ালো না!”

এমন গুঞ্জনের মধ্যে রাশমিকা এখন নীরব, কিন্তু তার সেই আংটিই যেন বলছে—বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে সম্পর্কটা হয়তো এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।