Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / গিল স্পর্শ করলেন কোহলির রেকর্ড - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গিল স্পর্শ করলেন কোহলির রেকর্ড

October 11, 2025 07:47:42 PM   ক্রীড়া ডেস্ক
গিল স্পর্শ করলেন কোহলির রেকর্ড

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল ভারতের ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। শনিবার (১১ অক্টোবর) দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি, যা ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির কোহলির রেকর্ডের সমান।

 

গিলের এই রেকর্ড স্পর্শ করা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ সালে ভারতের অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন। সাত বছর পর নতুন অধিনায়ক হিসেবে গিল সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছালেন।

 

শুভমান গিলের অধিনায়কত্ব শুরু হয়েছিল গত জুনে, ইংল্যান্ডের সফরে। সেই সিরিজের প্রথম দুই টেস্টে তিনি তিনটি সেঞ্চুরি করেছেন, এবং চতুর্থ টেস্টেও একটি সেঞ্চুরি হাঁকান। ফলে ইংল্যান্ড সিরিজেই চারটি সেঞ্চুরির নজির গড়েন তিনি।

 

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার পঞ্চম শতক করার মাধ্যমে গিল কোহলির রেকর্ড ছুঁয়ে ফেললেন। ভারতের অধিনায়ক হিসেবে তার সামনে এখন আরও বড় সুযোগ রয়েছে—নভেম্বরের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে একটিতে সেঞ্চুরি করলেই গিল এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্থাপন করবেন।