Date: October 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / নারীসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনৈতিক কাজের সময় ধরা পড়লেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নারীসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনৈতিক কাজের সময় ধরা পড়লেন

October 18, 2025 01:31:55 PM   দেশেরপত্র ডেস্ক
নারীসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনৈতিক কাজের সময় ধরা পড়লেন

নেত্রকোণায় অনৈতিক কাজের সময় নারীসহ এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের নাম শ্রীকান্ত সরকার। তিনি সান্দিকোনা ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন এবং টাঙ্গাইলের ঘাটাইল কদমতলী ইউনিয়নের গারদটু গ্রামের মৃত সূর্যকান্ত সরকারের ছেলে। অপরদিকে, আটককৃত নারী চার সন্তানের জননী এবং নেত্রকোণার পূর্বধলার জারিয়া ইউনিয়নের গোজালিকান্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর শ্রীকান্ত সরকার স্বাস্থ্যকেন্দ্রের মূল দরজার তালা ভেঙে ওই নারীর সঙ্গে কক্ষে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের হাতেনাতে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

স্থানীয় গ্রাম পুলিশ রিয়াজুদ্দিন জানান, ঘটনার সময় স্থানীয়রা দুজনকে আটক করেছেন এবং খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে গেছেন।

কেন্দুয়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, শ্রীকান্ত সরকারকে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের কারণে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে অফিসিয়ালি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, অনৈতিক কাজের দায়ে নারীসহ এক স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।