
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করার অভিমান নিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায়। নিহত শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার কন্যা। ফারুক মিয়া পেশায় রিকশাচালক।
চাঁদনী এবছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর দুই বিষয়ে ফেল করার খবর জানতে পেরে তিনি তা মেনে নিতে পারেননি। হতাশা ও মানসিক চাপের কারণে চাঁদনী কীটনাশক (কেরির বড়ি) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা আতিকুল ইসলাম জানান, চাঁদনী ফলাফল মেনে নিতে না পারায় আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ভালো করতে না পারার হতাশা এবং মানসিক চাপের কারণে চাঁদনী এই চরম পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও জানান, বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।