Date: October 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরার শ্রীপুরে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরার শ্রীপুরে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ

October 15, 2025 07:06:21 PM   অনলাইন ডেস্ক
মাগুরার শ্রীপুরে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলটি। মঙ্গলবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ নতুন বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ। গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলী আহমেদ বলেন, "জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।"

দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, "শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের মূল দায়িত্ব হলো ভঙ্গুর রাষ্ট্র কাঠামো সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। বর্তমান রাজনৈতিক অস্থিরতার একমাত্র সমাধান জনগণের ভোটে নির্বাচিত সরকার।"

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া এই দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করার জন্য এখনও চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন তার বক্তব্যে বলেন, "তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে একটি সুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমাদের কাজ করতে হবে।"

সভাপতির বক্তব্যে ইদ্রিস আলী বিশ্বাস জানান, এই কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর উপজেলার প্রায় দেড় লাখ ভোটারের কাছে ৩১ দফার বার্তা সংবলিত লিফলেট পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।