
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ১২ অক্টোবর সকাল ১০টায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির আওতায় উপজেলার ৬৫ হাজার ১০৭ জন শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করা হবে।
জানা গেছে, বগুড়া জেলার বারোটি উপজেলাতেই একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হোসেন সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তারেক আব্দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তরিকুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মাহতাবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।