
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি, চৌদ্দরশি ও পঞ্চবেকীসহ বিভিন্ন বাজারে এ কর্মসূচি পরিচালিত হয়। এটি বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়া) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেনের পক্ষ থেকে আয়োজন করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহম্মদ এমাম উদ্দিন তালুকদার।
এ সময় উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফার তাৎপর্য তুলে ধরে বলেন, এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।
তারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকে একে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।