
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মেজবাহ উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে গত বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকাস্থ গলাচিপা উপজেলাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডা. মেজবাহ উদ্দিনের অব্যবস্থাপনার কারণে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান নিম্নগামী, তীব্র ওষুধ সংকট ও নানা অনিয়মের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
বক্তারা আরও বলেন, "একজন দায়িত্বশীল চিকিৎসক হিসেবে জনগণের স্বাস্থ্যসেবায় আন্তরিক হওয়ার পরিবর্তে ডা. মেজবাহ উদ্দিন ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। আমরা তার দ্রুত অপসারণ চাই এবং তার স্থলে একজন যোগ্য ও সৎ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।"
মানববন্ধনে প্রবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ ঢাকায় বসবাসরত গলাচিপার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।