Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

October 14, 2025 05:20:46 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে চাঁদা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও পুলিশি হয়রানির অভিযোগ তুলেছে এক ভুক্তভোগী পরিবার। এর প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তা চেয়ে পরিবারটি মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় একটি সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুরুল আমিনের স্ত্রী আলফাতুন অভিযোগ করে বলেন, "এলাকার একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা দাবি করে আসছে। তাদের অন্যায় দাবি পূরণ না করায় তারা আমার স্বামী নুরুল আমিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।"

আলফাতুন আরও বলেন, "আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। সম্প্রতি একটি মারামারির মামলায় অন্য এক ব্যক্তির সঙ্গে নাম ও বাবার নামের মিল থাকায় ওই চক্রটি পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আমার স্বামীকে ধরিয়ে দেয়। অথচ যে ঘটনার কথা বলা হচ্ছে, সেই সময় আমার স্বামী তাবলিগ জামাতে ছিলেন। পরে আমরা সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন করলে পুলিশ আমার নির্দোষ স্বামীকে থানা থেকে ছেড়ে দেয়।"

সংবাদ সম্মেলনে তিনি এই মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি চাঁদাবাজ ও নির্যাতনকারী চক্রের হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, "নুরুল আমিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। যাচাই-বাছাই করে দেখা যায়, একটি মামলার আসামির সঙ্গে তার নাম ও বাবার নামের মিল থাকলেও তিনি ওই ঘটনায় জড়িত নন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাদের নির্দেশক্রমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।"