
অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামী সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করা হবে।
শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন শুধুমাত্র দাবি নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই। তাদের ভাষায়, সাত কলেজের ইতিহাসে এত সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে কখনও দেখা যায়নি। তারা এখন তাদের ‘শেষ পদক্ষেপ’ নিতে প্রস্তুত।
দাবির বিষয়ে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করে আসছেন। দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হলে তারা শান্তিতে পড়ার টেবিলে ফিরতে পারবেন। কিন্তু এখনো তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। তাই আবারও তারা নতুন কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলেন, সরকার দ্রুত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফিরতে সহায়তা করবে।