
লক্ষ্মীপুরের রায়পুরের যমজ দুই বোন আরিফা সুলতানা ও আবিদা সুলতানা এবারের এইচএসসি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ-৫। তাদের এই সাফল্য আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ দুজনই কোরআনের হাফেজা। এই দ্বিগুণ অর্জনে উচ্ছ্বসিত তাদের পরিবার ও আত্মীয়স্বজন।
আরিফা ও আবিদা হলেন খুলনার বাসিন্দা হাফেজ আবু দাউদ ও সালমা আক্তারের যমজ মেয়ে। তাদের বাবা বর্তমানে সৌদি আরবে কর্মরত, আর তারা ছোটবেলা থেকেই মা–এর সঙ্গে রায়পুর পৌরসভার নানার বাড়ির এলাকায় ভাড়া বাসায় থাকেন।
দুজনই এবার চাঁদপুরের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও তারা অনন্য। মাত্র দেড় বছরে পুরো কোরআন মুখস্ত করে তারা হাফেজা হয়েছেন, যা তাদের বয়সে এক ব্যতিক্রমী অর্জন। কোরআন হিফজের শিক্ষা তারা পেয়েছেন তাদের চাচা হাফেজ মশিউরের কাছ থেকে।
কলেজের প্রভাষক আব্দুল বাতেন জানান, আরিফা ও আবিদা অত্যন্ত মেধাবী ছাত্রী। তারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকত এবং যেকোনো বিষয় খুব দ্রুত আয়ত্ত করতে পারত। তাদের পরিশ্রম, শৃঙ্খলা ও মনোযোগী অধ্যবসায়ই এই সফলতার পেছনের মূল চালিকা শক্তি বলে মনে করছেন শিক্ষকেরা।
এই যমজ বোনের গল্প এখন স্থানীয়ভাবে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে—যেখানে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে উঠেছে এক উজ্জ্বল উদাহরণ।