Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাতেই দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাতেই দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

October 11, 2025 08:01:31 PM   দেশেরপত্র ডেস্ক
রাতেই দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাতেই দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে, মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রোববার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

 

সংক্ষেপে, দেশের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোতে অস্থির আবহাওয়ার জন্য সতর্ক থাকতে হবে।