Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

October 12, 2025 11:43:21 AM   অনলাইন ডেস্ক
জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। জাতীয়করণের প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষকদের জোটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সারাদেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন।

এসময় পল্টন থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ এনসিপির কয়েকজন নেতা অংশ নেন।

এর আগে, গত ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসবভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দুই মাস পার হলেও এ দাবিগুলি বাস্তবায়ন করা হয়নি, যা শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

এর মধ্যেই ৫ অক্টোবর শিক্ষক দিবসে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। শিক্ষকরা এটিকে তাদের দাবির প্রতি উপেক্ষা ও প্রহসন হিসেবে দেখছেন। তাই এবার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসবভাতা বৃদ্ধির দাবিতে তারা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “১৩ আগস্ট শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো পরিপত্র জারি হয়নি। উল্টো মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা শিক্ষক-কর্মচারীদের সঙ্গে প্রহসনের সামঞ্জস্যপূর্ণ। তাই আমরা আন্দোলনের পথে অটল।”