
নাটোর প্রতিনিধি:
“বাঁচলে কৃষক বাঁচবে দেশ-গড়বো সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান এলাকায় এই সমাবেশ আয়োজন করা হয়।
হেযবুত তওহীদের নাটোর জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক বাদশা প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় আমির মসিহ্ উর রহমান।
নাটোর জেলা সভাপতি আব্দুস সবুর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের নাটোর অঞ্চলের আমির আনিসুর রহমান সাকিব এবং বড়াইগ্রাম উপজেলা আমির জাহাঙ্গীর আলম। সমাবেশে প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, "কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।"