Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নোয়াখালীতে প্রথমবার জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নোয়াখালীতে প্রথমবার জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন

October 15, 2025 01:32:50 AM   স্টাফ রিপোর্টার
নোয়াখালীতে প্রথমবার জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃআব্দুল মতিনের উপস্থিতিতে নোয়াখালীতে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন করা হয়েছে।

১৩ অক্টোবর (সোমবার) রাতে মাইজদী বাজারস্থ নবাব কনভেনশন হলে জেলার কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে এস. এম. নিজাম সভাপতি এবং মোঃদেলোয়ার হোসেন জসিম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এটাই নোয়াখালীতে প্রথমবারের মতো গঠিত জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি।

২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন,সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোহাগ, সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও মোঃমহসিন মানিক।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে আছেন অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, অ্যাডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, অ্যাডভোকেট তাজ হোসেন সোহেল ও মাহবুবুর রহমান সোহেল।
সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ হাসানের জামান, প্রচার সম্পাদক আজিম চৌধুরী, দপ্তর সম্পাদক মো. সজল জাহান, আইনবিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া টিপু, আন্তর্জাতিক সম্পাদক আলি আহাদ তানিব, মানবাধিকার সম্পাদক নাজমা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ধর্মবিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহমেদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল মতিন। তিনি নবগঠিত একবছর মেয়াদী কমিটির নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদান করেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ষড়যন্ত্র মোকাবেলা ও আগামীর রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ. বি. এম. জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান এবং জেলা বিএনপির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সদস্যসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।