Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

October 11, 2025 07:24:15 PM   অনলাইন ডেস্ক
নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নাটোর প্রতিনিধি :
নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে প্রেসক্লাব মিলনায়তনে নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক বাবনের সভাপতিত্বে অনুষ্ঠিত তলবী সভায় দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গঠনতন্ত্রের আলোকে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক ইত্তেফাকের জাহিদুল হুদা ফরহাদ, সদস্যরা হলেন এনটিভির  হালিম খান, দেশ রুপান্ন্তরের আব্দুল হাকিম, এখনটিভির মাহবুব হোসেন, এবং সারাবাংলার আতিকুল ইসলাম লিটন।

সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি  ৪৫ দিনের মধ্যে মধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করে গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন করবে এবং নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

নাটোর প্রেসক্লাবের সদস্যরা সদ্য বিলুপ্ত কমিটির নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের নিষ্ঠা, সহযোগিতা ও কর্মপ্রচেষ্টায় প্রেসক্লাবের মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, কমিটি দায়িত্বশীলতা, ঐক্য ও স্বচ্ছতার মাধ্যমে প্রেসক্লাবের গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাটোর প্রেসক্লাবের সদস্যরা আহ্বায়ক কমিটির প্রতি পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে আহ্বায়ক জাহিদুল হুদা ফরহাদ সাংবাদিকদের বলেন, “নাটোর প্রেসক্লাব আমাদের সবার যৌথ ঐতিহ্য ও মর্যাদার প্রতীক। সকলের ঐক্য, আন্তরিকতা ও সহযোগিতায় আমরা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাহী পরিষদ গঠন করব।” পরে সদ্য বিদায়ী পরিষদের নেতৃবৃন্দ নবগঠিত আহবায়ক কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।