Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নেছারাবাদে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেছারাবাদে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

October 13, 2025 04:27:15 PM   অনলাইন ডেস্ক
নেছারাবাদে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী, ভাণ্ডারিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের পক্ষে তার অনুসারীরা এই লিফলেট বিতরণ করেন। উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আটঘর বাজার, জিন্দাকাঠী, কুড়িয়ানা ও মাহমুদকাঠি বাজারে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব শেখ মো. এনামুল হক, ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ শোয়েব বাহাদুর সোহাগ, ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি অলিউল ইসলাম এবং যুবদল নেতা বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হবে।”