Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধানের শীষ আপনাদের জন্মের আগে থেকেই বিএনপির প্রতীক: গাজীপুরে রিজভী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধানের শীষ আপনাদের জন্মের আগে থেকেই বিএনপির প্রতীক: গাজীপুরে রিজভী

October 11, 2025 07:01:43 PM   অনলাইন ডেস্ক
ধানের শীষ আপনাদের জন্মের আগে থেকেই বিএনপির প্রতীক: গাজীপুরে রিজভী

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এনসিপির সমালোচনা করে বলেন, ৪৭ বছর ধরে বিএনপির দলীয় প্রতীক হলো ধানের শীষ।

তারা বলছে, শাপলা না থাকলে ধানের শীষ থাকবে না। কিন্তু ধানের শীষ আপনারা জন্মের আগে থেকেই বিএনপির প্রতীক। এক অযাচিত বিতর্ক তৈরি করে সময় এবং গণতান্ত্রিক ঐক্য নষ্ট করা ঠিক নয়। এর সুযোগ নেবে পরাজিত শক্তি এবং গণতন্ত্র হত্যাকারী লুটেরা।

রিজভী আরও বলেন, যারা এখন বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন, তা কারো জন্যই শুভ বয়ে আনবে না। আলাপ আলোচনা ও বিতর্ক থাকবে, কিন্তু আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। এছাড়া ৫ আগস্টের অর্জনকে ব্যর্থ করার জন্য রাষ্ট্রের অভ্যন্তরে গভীর ষড়যন্ত্র চলছে।

অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, সদস্য সংগ্রহ টিমের প্রধান ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি নেতা মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে মহানগরের বেশ কয়েকজন তরুণ, তরুণী ও ব্যক্তি সদস্য ফরম সংগ্রহ করে বিএনপিতে যোগদান করেন। এছাড়া মহানগরের ৮টি থানার বিএনপি সভাপতির কাছে দলীয় ফরম বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ খণ্ডখণ্ড মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করেন।