
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আয়মান সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি শুক্র ও শনিবার এই পুকুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে আয়মান পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই মাসব্যাপী এই বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি চলছিল। পানিতে ডুবে শিশুদের অকাল মৃত্যু রোধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে আয়োজকরা জানান। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের প্রশিক্ষণে আরও অধিক সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।