Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ঝুঁকিপূর্ণ অভিযানে সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদক পেলেন এসআই খাজু মিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝুঁকিপূর্ণ অভিযানে সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদক পেলেন এসআই খাজু মিয়া

October 14, 2025 06:51:44 PM   জেলা প্রতিনিধি
ঝুঁকিপূর্ণ অভিযানে সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদক পেলেন এসআই খাজু মিয়া

সাহসিকতা, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ খাজু মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন, ২০২৫ তারিখে এসআই খাজু মিয়া তাঁর দলসহ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সফল অভিযানে অংশ নেন। ঐদিন রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে টমছমব্রীজ এলাকায় তল্লাশি চালানোর সময় কান্দিরপাড় থেকে পদুয়ারবাজারগামী একটি সিএনজিকে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন হঠাৎ পুলিশ সদস্যদের দিকে অস্ত্র তাক করে।

তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে ধস্তাধস্তি শুরু হয়, যাতে এসআই খাজু মিয়া আহত হন। তবে তাঁর অসীম সাহসিকতায় পুলিশ দলটি তিন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো ৪০টি মামলার আসামি মোঃ খাইরুল হাসান (৩০), ১৬টি মামলার আসামি মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮) এবং ১৪টি মামলার আসামি মোঃ সোহাগ মোল্লা (৩৫)। ঘটনাস্থল থেকে আসামিদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটের গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে পদুয়ারবাজারের দিকে যাচ্ছিল।

দুষ্কৃতিকারীদের সাহসিকতার সঙ্গে গ্রেপ্তার করে অসামান্য অবদান রাখায় এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়াকে পিপিএম (রাষ্ট্রপতির পুলিশ পদক) পদকে ভূষিত করা হয়। তাঁর এই অর্জনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।