Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাছায় তালাকের জেরে স্ত্রী খুন, পলাতক কালু শেখ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাছায় তালাকের জেরে স্ত্রী খুন, পলাতক কালু শেখ

October 11, 2025 05:40:43 PM   অনলাইন ডেস্ক
গাছায় তালাকের জেরে স্ত্রী খুন, পলাতক কালু শেখ

গাজীপুর সংবাদদাতা:
তালাকের জেরে ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ভ্যানচালক স্বামী কালু শেখ। শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুর মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মোছাঃ সোহেলা খাতুন (৪২) শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজান মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহেলা খাতুন স্বামী কালু শেখ (৪৫) এর সঙ্গে গাছা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি স্বামী কালুকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে শরীফপুর রোডে সোহেলার গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় কালু। ঘটনাস্থলেই সোহেলা খাতুনের মৃত্যু হয়।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী কালু শেখকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।