Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধায় মহড়া ও আলোচনার মধ্য দিয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাইবান্ধায় মহড়া ও আলোচনার মধ্য দিয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত

October 13, 2025 04:46:18 PM   উপজেলা প্রতিনিধি
গাইবান্ধায় মহড়া ও আলোচনার মধ্য দিয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি সব সময় থাকে। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনতা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব পর্যায়ে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এর আগে অনুষ্ঠিত মহড়ায় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। মহড়ায় দুর্যোগের মুহূর্তে করণীয় বিভিন্ন বিষয়, যেমন অগ্নিকাণ্ডের সময় আগুন নেভানোর কৌশল, নিরাপদে আশ্রয়কেন্দ্রে যাওয়া এবং ভূমিকম্পের সময় আত্মরক্ষার পদ্ধতিগুলো  দেখানো হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে এসকেএস ফাউন্ডেশন (গণ উন্নয়ন কেন্দ্র), ওয়ার্ল্ড ভিশন, ফ্রেন্ডশিপ, ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন এবং কেয়ার বাংলাদেশসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।