Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / খুলনায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খুলনায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

October 13, 2025 05:28:02 PM   অনলাইন ডেস্ক
খুলনায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা  প্রতিনিধি:
খুলনা জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তাওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

হেযবুত তওহীদের খুলনা জেলা সভাপতি আমিন হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবরচিত বিধান মানুষকে শান্তি দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই চলমান এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার প্রস্তাব করছে হেযবুত তওহীদ। হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক বইয়ে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব তুলে ধরেছেন।

দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় মূল বক্তব্য উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

তাসনিম বিনতে আযমের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের খুলনা অঞ্চলের আমির শামসুজ্জামান মিলন, খুলনা জেলা হেযবুত তওহীদের সাধারন সম্পাদক খন্দকার খায়রুল আযম, ছাত্র ফোরামের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর জান্নাতুল নাইম প্রমুখ।