Date: October 20, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার!

October 11, 2025 02:13:02 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার!

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম সুমি (৩৩) নামের এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (আজ) সকালে মরদেহটি উদ্ধারের পর থেকে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। তার নাম অনন্যা ইসলাম সুমি ওরফে জুথি (৩৩)। তিনি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা লুৎফুল হক লেনের ২১/১ নম্বর বাড়ির বাসিন্দা মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে।"

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।