
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায়। এদিন একযোগে দেশের সব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। সোমবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল নির্ধারিত সময় সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও কেন্দ্রীয় ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ওয়েবসাইটের Result Corner থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। একইভাবে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও।
ফল জানার আরেকটি সহজ উপায় হচ্ছে এসএমএস। নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। তবে ফলাফল কোনো শিক্ষাবোর্ডের অফিস, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদপত্রের অফিসে পাওয়া যাবে না।
ফল পুনঃনিরীক্ষণের সুযোগও রাখা হয়েছে। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা https://rescrutinu.eduboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। পরবর্তীতে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হয়, সে অনুযায়ীই আগামী ১৬ অক্টোবর ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।