
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা আবারও নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন ধরেই চলছে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, আর এবার তা আরও তীব্র হয়েছে অভিনেত্রীর এক রসিক মন্তব্যকে ঘিরে।
গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেছিলেন সোনাক্ষী। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাদের দাম্পত্যের বয়স প্রায় ১৬ মাস। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে সোনাক্ষী মা হচ্ছেন কি না—এই প্রশ্নেই সরগরম সোশ্যাল মিডিয়া।
সম্প্রতি এক দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে হাজির হন সোনাক্ষী। ঢিলেঢালা আনারকলি পোশাক পরায় আবারও শুরু হয় নতুন করে জল্পনা। অনেকে ধারণা করেন, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। সেই মুহূর্তে জাহির মজা করে বলেন, “দেখো, সামলে।” মুহূর্তটিকে ঘিরে হেসে ওঠেন উপস্থিত সবাই, কিন্তু সেই দৃশ্যটাই ভুলভাবে ব্যাখ্যা করে খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।
অবশেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষী নিজের ভঙ্গিতেই এর জবাব দেন। লেখেন, “মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!” তিনি আরও জানান, কেবল একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিকেই ভুলভাবে ব্যাখ্যা করে সংবাদে রূপ দেওয়া হয়েছে।
তার এই মন্তব্যের পর হাসির রোল পড়ে নেটমাধ্যমে। অনেকে প্রশংসা করেন সোনাক্ষীর রসবোধের। অবশেষে নিজের হাস্যরসাত্মক প্রতিক্রিয়ায় জল্পনার ইতি টানলেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। জানিয়ে দিলেন, সবটাই গুঞ্জন ও মিডিয়ার কল্পনা—বাস্তবে তিনি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক আছেন।