
বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স ফলাফলের দিক থেকে তেমন ভালো যায়নি। সিঙ্গাপুরের পর হংকংয়ের বিপক্ষে খেলায়ও শেষ মুহূর্তের গোলের কারণে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা নেতৃত্বাধীন দল হেরেছে।
তবুও সুখবর এসেছে ফিফা র্যাঙ্কিং থেকে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, বাংলাদেশ ১৮৪ নম্বর থেকে উন্নতি করে ১৮৩ নম্বরে উঠেছে। এর আগে গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত ছিল। অক্টোবরের এই পরিবর্তনের মধ্যে আসে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ—একটি ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে পরাজয় এবং একটি অ্যাওয়ে ম্যাচে ১-১ ড্র।
অন্যদিকে, বিশ্ব ফুটবলের শীর্ষস্থানটি আগের মতোই স্পেন ধরে রেখেছে। আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে, ফ্রান্স এখন তিন নম্বরে। ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে। নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ছয় নম্বরে পৌঁছেছে, ব্রাজিল সাত নম্বরে নেমেছে। বেলজিয়াম আট নম্বরে, ইতালি এক ধাপ উন্নতি করে নয় নম্বরে, এবং জার্মানি দুই ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছে।
বাংলাদেশের জন্য যদিও হার স্বাভাবিকভাবে হতাশাজনক, তবু র্যাঙ্কিংয়ে উল্লিখিত উন্নতি দিকনির্দেশক হিসেবে আশার সঞ্চার করছে।